গুগল শীট একাধিক স্প্রেডশীট ও মাইক্রোসফট এক্সেলের ফাইল ফরম্যাট বা ফাইলের এক্সটেনশান সাপোর্ট করে। তাই সহজেই ব্যবহারকারীরা স্প্রেডশিট এবং ডকুমেন্ট ফাইলগুলি ওপেন, এডিট ও সংরক্ষণ করতে বা গুগল শীটে এক্সপোর্ট করতে পারে।

গুগল শীট এ যেসব ফাইল ভিউ এবং কনভার্ট করা যায় এমন কিছু ফরম্যাটগুলির মধ্যে রয়েছে-

  • .xlsx
    • .xlsx হল XML Spreadsheet এর শর্ট ফর্ম। XML হল Extensible Markup Language এর শর্ট ফর্ম। গুগলশীট .xlsx ফরমেট সাপোর্ট করে।
  • .xls
    • .xlsx হল Excel Spreadsheet এর শর্ট ফর্ম। গুগলশীটের সাহায্যে .xls ফাইল ওপেন করা যাবে।
  • .xlsm
    • .xlsm হল Excel Macro-Enabled Spreadsheet এর শর্ট ফর্ম। মেক্রো এনাবল্ড স্প্রেডশীট গুগলশীট দিয়ে ওপেন করা পসিবল।
  • .xlt
    • .xlt হল Excel Spreadsheet Template এর শর্ট ফর্ম। যে কোন এক্সেল স্প্রেডশীট টেমপ্লেট আপনি গুগলশীট দিয়ে ওপেন করতে পারবেন।
  • .xltx
    • .xltx হল Excel Open Xml Spreadsheet Template এর শর্ট ফর্ম। সকল Xml স্প্রেডশীট টেমপ্লেট গুগলশীট সাপোর্ট করে।
  • .ods
    • .ods হল OpenDocument Spreadsheet এর শর্ট ফর্ম। ওপেন ডকুমেন্ট স্প্রেডশীট রিলেটেড সব ফাইল গুগলশীট দিয়ে ওপেন করতে পারবেন।
  • .csv
    • .csv হল Comma-separated values এর শর্ট ফর্ম। সব CSV ফাইল গুগলশীট দিয়ে ওপেন করতে পারবেন।
  • .tsv
    • .tsv হল Tab Separated Values এর শর্ট ফর্ম। সব TSV ফাইল গুগলশীট দিয়ে ওপেন করতে পারবেন।

এই লিখার উদ্দেশ্য ছিল গুগলশীট সাপোর্টেড ফাইল ফরম্যাট সম্পর্কে জানানো। আমি কোন ফাইল ফরমেট কি মিস করলাম? প্লিজ কমেন্টে জানান।