গুগল ক্রোম গুগল এর একটি ওয়েব ব্রাউজার। যখনি আমরা কোন ওয়েব ব্রাউজার এর কথা চিন্তা করি তখন প্রথমেই আমাদের মাথায় চলে আসে গুগল ক্রোম। গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ওয়েব ব্রাউজ করার পাশাপাশি আরও এক্সট্রা ফাংসনালিটি এড করে কাজ করতে পারি। ব্রাউজার এর সাথে এক্সটেনশন এড করেই আমরা এক্সট্রা ফাংসনালিটি এড করতে পারি।

গুগল ক্রোম ব্রাউজারের অনেক এক্সটেনশন রয়েছে যা আপনার ক্রোম ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সহজ ও সুন্দর করে তুলবে। এমন দশটি বেস্ট এক্সটেনশন নিচে দেওয়া হলো-

  • Gmail Notes:
    • ক্রোমে এই এক্সটেনশন অ্যাড করে আপনার ইমেইল ম্যাসেজে স্টিকি নোট অ্যাড করতে পারবেন এবং পরে যখন জিমেইল ওপেন করবেন সেই নোটটি দেখতে পারবেন।
  • Ugly Email:
    • অনেক ইমেইল ম্যাসেজ সেন্ডার আছে যারা, আপনাকে পাঠানো ইমেইলটি রিড করেছেন কিনা, তা বুঝতে ট্রাক করে থাকে। Ugly Email এক্সটেনশন ইন্সটল করে তাদের এই ট্রাকিং ব্লক করতে পারবেন।
  • Twitter Screenshots:
    • এটির সাহায্যে টুইটারে আপনার টুইটের স্ক্রিনশট বা অন্য কোনো প্রয়োজনীয় স্ক্রিন ইমেজ স্ক্রিনশট আকারে এক ক্লিকেই নিতে পারবেন।
  • Picture in Picture:
    • যখন অন্যকোনো কাজ করছেন তখনো ফ্লোটিং উইন্ডোজে এই এক্সটেনশন ব্যবহার করে কোনো ইউটিউব ভিডিও স্ক্রিনের উপরের ডানদিকে প্লে করতে পারবেন।
  • PushBullet:
    • এটির সাহায্যে সহজেই কোনো ওয়েব লিংক, নোট বা ফাইল আপনার কম্পিউটার থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন।
  • Loom:
    • এর সাহায্যে সহজেই আপনি আপনার স্ক্রিনে রানিং কোনো ভিডিও (অডিও-সহ) রেকর্ড ও শেয়ার করতে পারবেন।
  • Save To Drive:
    • এই এক্সটেনশন ইউজ করে আপনি এক ক্লিকেই কারেন্ট ওয়েব-পেইজ বা এর কোনো ইমেজ সেইভ করতে পারবেন আপনার গুগল ড্রাইভে।
  • Single File:
    • এই এক্সটেনশনের সাহায্যে আপনি পুরো ওয়েব-পেইজটি HTML ফাইলে ডাউনলোড করতে পারবেন। এর সাথে রিলেটেড CSS ফাইল ও ইমেজও ডাউনলোড হয়ে যাবে।
  • Black Menu:
    • আপনার প্রিয় ও প্রয়োজনীয় গুগলসার্ভিস গুলো যেমন- গুগল ড্রাইভ, জিমেইল, গুগল ক্যালেন্ডার, ম্যাপ ইত্যাদির শর্টকার্ট তৈরি করে রাখতে পারেন, প্রয়োজনে সহজেই যাতে এক ক্লিকেই তা ওপেন করতে পারেন।
  • Hover Zoom:
    • এই অ্যাড-অন ইন্সটল করে অ্যামাজন ও ফেইসবুকের মতো সাইটগুলোর বিভিন্ন থাম্বনেইল ইমেজগুলোতে আপনার মাউস পয়েন্ট ধরে জুমিং করে বড় আকারে দেখতে পারবেন।

এসব এক্সটেনশন ছাড়াও আপনার প্রয়োজন মত গুগল ক্রোম সাপোর্টেড (যেকোনো অ্যাপ্লিকেশন-এর) অ্যাড-অন বা এক্সটেনশন ইন্সটল করে আপনার গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করতে পারেন।