একটি সঠিক রেজিউমে ফ্রিল্যান্সারদের জন্য গেইম চেঞ্জার হতে পারে। একটি স্ট্রং রেজিউমে যে কোন ফ্রিল্যান্সারকে তার লক্ষের কাছে পৌঁছে দিতে পারে।

রেজিউমে তৈরি করা যাতে কঠিন না হয় সেই জন্য নিচে আপনার জন্য রইল কিছু টিপস্।

  • উপস্থাপন:
    • ক্লায়েন্টের সামনে সঠিকভাবে আপনার রেজিউমে উপস্থাপন করার চেষ্টা করুন।
    • আপনার বিশেষ স্কিলসেট আর ওয়ার্ক হিস্ট্রি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে ক্লায়েন্টের মন জয় করে নিন।
    • মনে রাখবেন , আপনি যত ভালভাবে আপনার রেজিউমে উপস্থাপন করতে পারবেন ততই আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে।
  • স্কিল-বেসড ফরম্যাট
    • আপনার কাজের পর্যায়ক্রম অনুসারে রেজিউমে সাজান। এটি একটি ভাল দিক। এতে ক্লায়েন্ট আপনার কাজ গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ফোকাস করতে পারবেন
    • খুব স্পেসিফিকভাবে আপনার স্কিলগুলো উল্লেখ করে সেগুলি ব্যবহার করে কোন কোন প্রজেক্ট আপনি সফলভাবে শেষ করেছেন তা জানান।
    • আপনি যতই প্রজেক্ট সেম্পল দিত্যে পারবেন ততই ক্লায়েন্ট আপনার সাথে কাজ করার আগ্রহ দেখাবে এবং আপনাকে তার প্রজেক্টটি দিয়ে কনফিডেন্ট ফিল করবে।
  • কাস্টমাইজেশান
    • ক্লায়েন্টরা হাজারো রেজিউমে থেকে আপনাকে কেন বেছে নিবেন? আগে নিজে নিজেই এই প্রশ্নটি করুন।
    • খেয়াল রাখবেন আপনার রেজিউমেটি যেন তাঁদের চাহিদার সঙ্গে সম্পূর্ণ ম্যাচ করে।
    • জবের ওপর ভিত্তি করে রেজিউমের কাস্টমাইজেশান অত্যন্ত জরুরি।
    • আপনি যদি ট্রেডিশনাল ফরমেট (যেটি সব জায়গায় ব্যবহৃত হয় ) বেবহার করেন তাইলে ক্লায়েন্ট আপনার রেজিউমেটি স্কিপ করবেনা এইটা অনেকাংশেই বলা যায়।
  • এডুকেশান অথবা কোর্স
    • আপনার কাজের সঙ্গে সম্পর্কিত কোন ডিগ্রি, কোর্স, সার্টিফিকেট থাকলে উল্লেখ করুন।
    • এতে ক্লায়েন্ট মনে করবেন আপনার সেই স্কিলসেটটি রয়েছে যেটি ক্লায়েন্ট চাচ্ছেন।
    • এটি দেওয়ার ফলে আপনি অন্যদের কাছে থেকে এক স্টেপ হলেও এগিয়ে থাকবেন।
  • সংখ্যার ওপর জোর
    • আপনি সংখ্যার ওপর জোর দেওয়ার চেষ্টা করুন। এটি ক্লায়েন্টকে প্রভাবিত করবে।
    • ক্লায়েন্টরা আপনার কাজের ইতিবাচক ফল সম্পর্কে জানতে চান। তাই সর্বদা এই ধরণের স্ট্যাটিস্টিক্স আপনার রেজিউমেতে রাখার ট্রাই করুন।
    • এতে ক্লায়েন্টকে আপনার সাকসেস রেট সম্পর্কে পরিস্কার ধারণা পাবেন। এবং আপনার ব্যাপারে ক্লায়েন্টকে ডিসিশন নিতে সহজ হবে।  
  • ওয়েবসাইট ও অনলাইন প্রোফাইলের লিংক
    • আপনার একটি ওয়েবসাইট ও অনলাইন প্রোফাইলের লিংক থাকতেই হবে। এটাকে মাস্ট বলা যেতে পারে।
    • আপনার কাজের সেম্পল ক্লায়েন্ট দেখতে চাইবেন এটাই স্বাভাবিক। তাই অতি সত্তর আপনার ওয়েবসাইট ও অনলাইন প্রোফাইল ডেভেলপ করার চেষ্টা করুন।
    • ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করতে রেজিউমেতে নিজস্ব ওয়েবসাইট, লিঙ্কডিন, গিটহাব প্রোফাইলের লিঙ্ক অবশ্যই শেয়ার করুন।
  • কিওয়ার্ড
    • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান (এসইও) টুলের কেরামতি কে না জানে।
    • আপনার কিওয়ার্ডগুলো সঠিকভাবে সেট করুন যাতে আপনি গুগল, লিঙ্কডিন, গিটহাব এ সার্চে শো হতে পারেন।
    • আপনি যতসম্ভব স্কিল ফোকাসড থাকার চেষ্টা করুন এবং সেই স্কিল রিলেটেড কিয়ার্ডগুলো আপনার প্রোফাইলে সেট করার ট্রাই করুন।
    • আজকাল অনেক কোম্পানি কিওয়ার্ড সার্চের মাধ্যমে রেজিউমে বাছাই করে তাই আপনার রেজিউমেটি যেন প্রয়োজনীয় কিওয়ার্ডযুক্ত হয়।
  • কোম্পানি কালচার :
    • আপনি জবে এপ্লাই করার আগে ওই কোম্পানি কালচার সম্পর্কে একটি ভাল ধারণা নিন।
    • কেবল কাজের জন্যই নয়, বেশিরভাগ কোম্পানিই চায় আপনি তাদের কালচারের সঙ্গেও ফিট হন।
    • তাই আপনার রেজিউমেটিতে যেন আপনার পার্সোনালিটি ফুটে সেই খেয়াল রাখুন।
    • আপনার বিশেষ হবিগুলো উল্লেখ করবেন। অনেক কোম্পানি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিকে বেশী প্ৰাধান্য দেয়।
  • নিজের সম্পর্কে বলুন:
    • রেজিউমেতে আপনার কাজই হচ্ছে আপনার স্কিলসেট দিয়ে ক্লায়েন্টের এটেনশন নেওয়া।
    • আপনার যদি মেজর কোম্পানি বা ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই রেজিউমেতে উল্লেখ করুন।
    • রেজিউমে আপনার জব ছিনিয়ে নেওয়ার চাবিকাঠি হতে পারে। তাই নিজের স্কিলসেট সম্পর্কে ক্লায়েন্টকে ধারনা দেওয়া খুবই জরুরী।
  • গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রেজেন্ট
    • আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সঠিকভাবে প্রেজেন্ট করা খুবই জরুরী।
    • রেজিউমেটি সঠিক পর্যায়ক্রম ফলো করে সাজান। প্রথমেই আপনি যা ফোকাস করতে চাচ্ছেন সেরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আগে রাখুন।
    • মাথায় রাখবেন একজন ক্লায়েন্ট গড়ে ৬ সেকেন্ড খরচ করেন একটি রেজিউমের দেখে আপনার সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে।  
  • কল-টু-অ্যাকশান
    • আপনার রেজিউমেতে কল-টু-অ্যাকশান রাখতে ভুলবেন না যেন।
    • একজন রিক্রুটার আপনার রেজিউমেটি হাতে পাওয়া মাত্রই সবটা পড়ে দেখবেন এমনটা না ভাবাই ভালো।
    • পরিবর্তে কল-টু-অ্যাকশানের মাধ্যমে তাঁকে আপনার ওয়েবসাইট কিংবা রেফারেন্সগুলো দেখবার অনুরোধ জানান।
    • তাঁর মনে আপনার সম্পর্কে কিছু জিজ্ঞাস্য থাকলে আপনি সর্বদা জবাব দিতে প্রস্তুত, সে কথা জানাতেও ভুলবেন না।

ফ্রিল্যান্সার রেজিউমে সাজানোর এই টিপস্গুলো আপনি যদি সঠিকভাবে ফলো করতে পারেন তাইলে দেখবেন আপনি খুব শিগ্রই ইন্টারভিউ কল পাচ্ছেন আর খুব তারাতারিই একটি জবে লেন্ড করবেন ইট বলাই যায়। আপনার জন্য শুভ কামনা।