ফ্রিল্যান্সাররা তাদের পেমেন্ট নেওয়ার জন্য কোন পেমেন্ট পদ্দতি ব্যবহার করবে তা ডিসাইড করতে অনেক অসুবিধাই পড়তে হয়। আপনার কাজের পেমেন্টই যদি টিক সময়ে সঠিক মাধ্যমে নিতে না পারেন তাইলে নিজেকে অনেক আনফর্চুনেট মনে হবে। আপনি সঠিকভাবে আপনার কাজে মন দিতে পারবেন না এটাই স্বাভাবিক। কাজে সঠিকভাবে মন দিতে না পারলে কাজও হবে না আর কাজ না হলে তো আপনার ফ্রিল্যান্স আর্নিং ডাউন।
আপনাদের এই হ্যাসেল এর কথা চিন্তা করেই আমি এই ব্লগটি লিখার জন্য বসেছি। এই লিখার মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কোন পেমেন্ট মেথড ব্যবহার করে আপনি আপনার ফ্রিল্যান্স আর্নিং রিসিভ করতে পারেন।
তাহলে আর দেরি নয়। চলুন শুরু করা যাক –
- পেয়োনিয়ারঃ
- ফ্রিল্যান্সারদের মাঝে এটি একটি জনপ্রিয় ও সুপরিচিত পেমেন্ট পদ্ধতি।
- পেয়োনিয়ার পেমেন্ট মেথড এক ক্লিকেই বিশ্বব্যাপী ‘ক্রস বর্ডার পেমেন্ট’ সাপোর্ট করে।
- আপনি খুব দ্রুত আপনার ফ্রিল্যান্স আর্নিং রিসিভ করতে চাইলে পেয়োনিয়ার হতে পারে বেস্ট অপশন।
- পেয়োনিয়ার এর মাধ্যমে আপনি কল্পনাতীতভাবে অপ্রয়োজনীয় ট্রান্সেকশন ফী পরিহার করতে পারেন।
- একটি পেয়োনিয়ার একাউন্টে লোকাল রিসিভিং ব্যাংক একাউন্ট থাকবে যাতে সহজেই আপনি লোকাল বেংক থেকে আপনি টাকা উত্তোলন করতে পারেন।
- ট্রান্সফারওয়াইস:
- ট্রান্সফারওয়াইস বর্তমানে ওয়াইস নামে রিব্রান্ডেড হয়েছে।
- ওয়াইস আমাদের দেশের ফ্রিল্যান্সারদের জন্য পেমেন্ট রিসিভ করার আরেকটি অসাধারণ অপশন হতে পারে।
- মাল্টিপল কারেন্সি নিয়ে কাজ করার জন্য এটি খুব সাহায্যকারী একটি পেমেন্ট মেথড।
- ওয়াইস এর ইউআই অসাধারণ। আপনি নিমিষেই ওয়াইস এর সিস্টেমের সাথে খাপ খেয়ে যেতে পারবেন।
- পেপালঃ
- পেপাল আরেকটি অসাধারণ ইন্টারনেশনাল পেমেন্ট সিস্টেম।
- ২৭০ মিলিয়নেরও বেশি ইউসার ব্যবহৃত জনপ্রিয় এই মেথড ব্যবহার করে থাকে।
- ফ্রিল্যান্সারদের জন্য এটি একটি আশীর্বাদ স্বরূপ।
- যদিও বাংলাদেশে পেপাল এখনও আসেনি , পেপালের একটি সাবসিডিয়ারি সার্ভিস জুম্ বাংলাদেশে চালু আছে।
- পেপাল এ পিসিআই কমপ্লিয়েন্স, বারকোড স্ক্যানিং, ইনভেন্টরি ট্র্যাকিংয়ের মত অসাধারণ সব ফিচার রয়েছে।
- স্ক্রিল (মানিবুকার্স):
- স্ক্রিল আগে মানিবুকার্স নাম পরিচিত ছিল।
- ফ্রিল্যান্সারদের টাকা উত্তোলনের জন্য আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্ক্রিল।
- আমাদের দেশ থেকে সরাসরি লোকাল ব্যাংকের মাধ্যমে লেনদেন করা পসিবল।
- যদিও এই কাজটি এখন আমাদের দেশ থেকে করা কিছুটা কঠিন হয়ে পড়েছে। কারন হিসাবে বলা যায় তাদের সিস্টেমের অপব্যবহার।
- স্ক্রিল ফ্রিল্যান্সারদের জন্য কম দামে, সহজে আন্তর্জাতিক লেনদেন করার নিশ্চিত, সুরক্ষিত অনলাইন সার্ভিস হতে পারে ।
- গুগল পেঃ
- গুগল পে গুগল এর একটি গ্লোবাল পেমেন্ট সিস্টেম।
- ফ্রিল্যান্সাররা তাদের পেমেন্ট গুগল পের মাধ্যমে ও নিতে পারেন।
- মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোন ফোন নং বা ব্যাংক অ্যাকাউন্টে জনপ্রিয় এই অ্যাপ মারফত সহজেই পেমেন্ট রিসিভ ও সেন্ড করা যায়।
- কিউআর কোড স্ক্যান, সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট ট্র্যান্সফার এর মতো সুবিধা কাজে লাগিয়ে নানা রকম বিল পে করা যাবে গুগল পে ব্যবহার করে।
- কুইকবুকস্ অনলাইনঃ
- কুইকবুকস্ অনলাইন ফ্রিল্যান্স আর্নিং রিসিভ করার আরেকটি অসাধারণ মাধ্যম হতে পারে।
- আপনার কাজের ডিটেইল ইনভয়েস ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়ে আপনি কুইকবুকস্ অনলাইন এর মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারেন সহজেই।
- ইনভয়েস ব্যবস্থা যুক্ত এই অনলাইন অ্যাকাউন্টিং সফটওয়্যারে ক্লায়েন্টের অগণিত ডিটেইলস অর্গানাইজ করা যায়।
- আপনি অনলাইন এর মাধ্যমে যেখানেই কাজ করুন না কেন, আপনি কুইকবুকস্ অনলাইন এর মাধ্যমে ইনভয়েস পাঠিয়ে পেমেন্ট রিসিভ করতে পারেন।
- এসিএইচ ফ্রিল্যান্স পেমেন্টস্ঃ
- এসিএইচ ধারা অটোমেটেড ক্লিয়ারিং হাউজ বুজায়।
- বেংক ট্রান্সফারেস জন্য এটি সাধারণত ইউজ হয় থাকে।
- এসিএইচ ফ্রিল্যান্স পেমেন্টস্ ফ্রিল্যান্সারদের জন্য টাকা পাওয়ার আরেকটি অসাধারণ মাধ্যম হতে পারে।
- ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে জনপ্রিয় এউ পেমেন্ট মেথড খুব অল্প ফিসের বিনিময়ে ট্রানজ্যাকশনের সুবিধে দেয়।
- পেপার চেক:
- পেপার চেক পেমেন্টস ফ্রিল্যান্সারদের টাকা উত্তোলন এর জন্য আরেকটি অসাধারণ অপশন।
- ক্লায়েন্ট পেমেন্ট চেক মেইল করলে ফ্রিল্যান্সার নিজের সুবিধেমতো ব্যাংক পেমেন্ট পেতে পারেন এই মেথডে।
- বড় বড় কোম্পানিগুলো এই মেথডে পেমেন্ট করতে স্বচ্ছন্দ বোধ করে।
ফ্রিল্যান্স পেমেন্ট যদি টিক মত না পান তাইলে আপনার কাজে মন ব্যসবে না এইটাই স্বাভাবিক। আমি আমার এই লিখতে চেষ্টা করেছি ফ্রিল্যান্স পেমেন্ট পাওয়ার বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করতে। আপনার সুবিধামত এই মেথডগুলো ব্যবহার করে আপনার ফ্রিল্যান্স পেমেন্ট নিশ্চিত করতে পারেন।