ই-মেইল পরিপূর্ণ রূপ হল ইলেক্ট্রনিক মেইল। চলুন ইমেইল নিয়ে জানা যাক
ইমেইল কি ?
ই-মেইল বা ইলেক্ট্রনিক মেইল হলো ডিজিটাল ম্যাসেজ সার্ভিস যার দ্বারা ইন্টারনেটের সাহায্যে ইলেক্ট্রনিক মোডে ম্যাসেজ পাঠানো যায়। এটি মানুষের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য একটি সহজলভ্য, কার্যকরী ও সময় উপযোগী মাধ্যম।
মেইল অ্যাড্রেস কিভাবে গঠিত হয় ?
ইমেইল অ্যাড্রেসে তিনটি অংশ থাকে।
- ১ম অংশে ইউজার নেইম।
- দ্বিতীয় অংশে @ (অ্যাট) চিহ্ন
- তৃতীয় অংশে থাকে সংশ্লিষ্ট ডোমেইন নেইম বা ব্যবহারকারীর প্রতিষ্ঠানের নাম। যেমন এই ডোমেইন এর নাম – https://learnwithsayed.xyz/
তাহলে ইমেইল অ্যাড্রেস কিভাবে লিখব ?
- ইমেইল অ্যাড্রেস হতে পারে : admin@learnwithsayed.xyz বা sayed@learnwithsayed.xyz
আর কি কি হতে পারে ?
- ডোমেইন নেইম যদি Gmail এর হয় তাইলে admin@gmail.com বা sayed@gmail.com
- ডোমেইন নেইম যদি Yahoo mail এর হয় তাইলে admin@yahoomail.com বা sayed@yahoomail.com
- ডোমেইন নেইম যদি Hubspot এর হয় তাইলে admin@hubspot.com বা sayed@hubspot.com
নোট : ইমেইল অ্যাড্রেসে কোনো স্পেস ব্যবহারের সুযোগ নেই।
আশা করছি ইমেইল কি এবং ইমেইল অ্যাড্রেস কিভাবে গঠিত হয়, এ নিয়ে আর কোন সমস্যা থাকার কথা না। আপনার যে কোন প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন।