আমরা ইমেইল লিখার সময় বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সাইন-অফ ইউজ করি। প্রফেশনাল ইমেইল ক্লোসিংয়ের সময় সাইন-অফ ও প্রফেশনাল হওয়া জরুরী। আর নাইলে এতো কষ্ট করে লিখা আপনার ইমেইলটির গুরুত্বই অর্থহীন হয়ে পড়তে পারে। এই ব্লগে ইমেইল ক্লোসিং এর সময় প্রফেশনাল সাইন-অফগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।

প্রফেশনাল ইমেইল ক্লোসিংসের ২৭ টি বেস্ট সাইন-অফ নিচে দেওয়া হলো –

নোট: এখানে Sayed আমার নামের প্রথম ওয়ার্ড , আপনি আপনার নামের প্রথম ওয়ার্ড ব্যবহার করতে পারেন

  • Thanks:
    • কাউকে কিছুর জন্য ধন্যবাদ দিতে Thanks সাইন-অফটি ব্যবহৃত হয়।
    • এক্সাম্পল : সাইন-অফের সময় লিখতে পারেন –

Thanks,

Sayed.

  • Best regards:
    • বহুল ব্যবহৃত সাইন-অফটি স্ট্যান্ডার্ড সাইন-অফ হিসেবে বিবেচিত।
    • এক্সাম্পল :

Best regards,

Sayed.

  • Best wishes:
    • বিজনেস ইমেইলকে সুন্দরভাবে ক্লোসিং করতে এটি লেখা হয়। আপনি রিসিভারের ভাল চাচ্ছেন , এটাও হতে পারে।
    • এক্সাম্পল :

Best wishes,

Sayed.

  • Yours truly:
    • সাধারণত ইরেগুলার ক্লায়েন্টকে এই ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

Yours truly,

Sayed.

  • Take care:
    • ফ্রেন্ড বা কলিগদের কাছে ক্যাজুয়ালি এভাবে ইমেইল ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

Take care,

Sayed.

  • Sincerely:
    • কাভার লেটার বা প্রপোজাল পাঠিয়ে Sincerely ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

Sincerely,

Sayed.

  • Thanks in advance:
    • রিপ্লাই চেয়ে অগ্রিম ধন্যবাদ জানিয়ে এই ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

Thanks in advance,

Sayed.

  • I appreciate your feedback:
    • প্রাপকের হেল্প চেয়ে বা ফিডব্যাকের প্রশংসায় এই ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

I appreciate your feedback,

Sayed.

  • Cheers:
    • এটি ক্যাজুয়ালি ও ফ্রেন্ডলি ইমেইল ক্লোসিং সাইন-অফ।
    • এক্সাম্পল :

Cheers,

Sayed.

  • Best:
    • সাধারণভাবে ইমেইল ক্লোসিং করতে সবচেয়ে ব্যবহৃত হয়।
    • এক্সাম্পল :

Best,

Sayed.

  • Hope to hear from you:
    • প্রাপকের রিপ্লাই আশা করে এই ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

Hope to hear from you,

Sayed.

  • Looking forward to hearing from you:
    • পটেনশিয়াল ক্লায়েন্টের সাথে কাজ করতে চেয়ে এভাবে ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

Looking forward to hearing from you,

Sayed.

  • Thanks for your consideration:
    • পটেনশিয়াল ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার সুযোগ পেয়ে এমন ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

Thanks for your consideration,

Sayed.

  • Thanks for your help:
    • সাহায্য পাওয়ার পরে ধন্যবাদ দিয়ে এই ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

Thanks for your help,

Sayed.

  • Respectfully:
    • যাদের সাথে আগে কখনো কথা হয়নি এমন ক্ষেত্রে বা বড় কোনো অফিসে লেখা ইমেইলের ক্লোসিংয়ে ব্যবহার হয়।
    • এক্সাম্পল :

Respectfully,

Sayed.

  • Cordially:
    • ফরমালি ভদ্রভাবে ক্লোসিং করতে ব্যবহার করা হয়।
    • এক্সাম্পল :

Cordially,

Sayed.

  • Talk soon:
    • প্রফেশনাল রিলেশনশিপে যাদের সাথে মোটামুটি রেগুলার কনট্যাক্ট হয়, তাদেরকে লেখা হয়।
    • এক্সাম্পল :

Talk soon,

Sayed.

  • Have a good one:
    • ফ্রেন্ডলি টোনে ইমেইল শেষ করতে ব্যবহার করা হয়।
    • এক্সাম্পল :

Have a good one,

Sayed.

  • Have a great week:
    • প্রাপকের সপ্তাহটি ভালোভাবে কাটুক – এমন ইচ্ছে জানানো হয়।
    • এক্সাম্পল :

Have a great week,

Sayed.

  • Have a nice evening:
    • আজকের সন্ধ্যাটি খুব ইনজয় করুক- এমন উইশ করা হয়।
    • এক্সাম্পল :

Have a nice evening,

Sayed.

  • Looking forward to seeing you there:
    • ইনভাইট করার পরে তার উপস্থিতি কামনা করে এই ইমেইল ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

Looking forward to seeing you there,

Sayed.

  • With appreciation:
    • ভদ্রভাবে প্রাপকের প্রশংসার মাধ্যমে ইমেইল ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

With appreciation,

Sayed.

  • With gratitude:
    • ইমেইল প্রাপকের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে লেখা শেষ করতে ব্যবহৃত হয়।
    • এক্সাম্পল :

With gratitude,

Sayed.

  • Do not hesitate to contact me:
    • প্রয়োজনে বিনা দ্বিধায় যোগাযোগ করতে বলে এই ক্লোসিং করা হয়।
    • এক্সাম্পল :

Do not hesitate to contact me,

Sayed.

  • I truly appreciate your gesture:
    • প্রাপকের জেশ্চারের প্রশংসা করে এটি লেখা হয়।
    • এক্সাম্পল :

I truly appreciate your gesture,

Sayed.

  • Keep up the good work:
    • প্রাপকের দিনটি ভালোভাবে কাটবে উইশ করে মোটিভেশনাল সাইন-অফটি করা হয়।
    • এক্সাম্পল :

Keep up the good work,

Sayed.

  • Xoxo:
    • আলিংগনের ইমোটিকন পাঠিয়ে ইনফরমাল কমিউনিকেশনে এই সাইন-অফটির ব্যবহার হয়।
    • এক্সাম্পল :

Xoxo,

Sayed.

তাহলে প্রফেশনালি ইমেইল সাইন-অফ কিভাবে করতে হয় নিশ্চয় বুজতে পেরেছেন। আমি কি কোন ইমেইল সাইন-অফ মিস করেছি বলে আপনার মনে হয়? যদি মিস করে থাকি প্লিজ কমেন্টে জানান।