মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফটের একটি সর্বজন সমাদৃত হেভিওয়েট স্প্রেডশীট প্রোগ্রাম। আর গুগলশীটস হল গুগলের একটি ওয়েব বেইসড স্প্রেডশীট প্রোগ্রাম।
বিশ্বব্যাপী মাইক্রোসফট এক্সেল এর ইউজার রয়েছে প্রায় ১ বিলিয়ন। অপরদিকে গুগলশীটস এক্সেলের মতোই কিছু দিক থেকে প্রায় একই; এতেও একই ফাংশন ও টুল রয়েছে, তবে কিছু ভিন্নতাও রয়েছে। এই ব্লগে আমি এই দুইটা প্রোগ্রামের পার্থক্য তুলে ধরার চেষ্টা করেছি।
চলুন পার্থক্যগুলো ঝটপট জেনে নেওয়া যাক –
- ক্লাউড:
- গুগলশীটস একটি ক্লাউড-ভিত্তিক স্প্রেডশীট প্রোগ্রাম যেখানে মাইক্রোসফট এক্সেল একটি ডেস্কটপ প্রোগ্রাম।
- শেয়ারিং:
- গুগলশীটস মাধ্যমে একটি শেয়ারেবল লিংক জেনারেট করে অন্যের সাথে কোলাবরেশন করে কাজ করা যায়। তবে এক্সেলে তা সম্ভব নয়।
- ডাটা হ্যান্ডেল:
- এক্সেল ও গুগলশীটস অনেক বড় ডাটাসেট হ্যান্ডেল করতে পারে। এক্সেল এর ডাটা হ্যান্ডেল লিমিটেশন ০২ মিলিয়ন সেল পর্যন্ত। সেক্ষেত্রে গুগলশীটস এর লিমিটেশন ০৫ মিলিয়ন সেল।
- ডাটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে:
- স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনের জন্য এক্সেলে অনেক ইন-বিল্ট ফর্মূলা রয়েছে, সেদিক থেকে এক্সেল অনেক গুণ এগিয়ে। গুগলশীটস এ তা ম্যানুয়ালি করতে হয়।
- সেইভিং:
- এক্সেলে কাজ করার সময় ডাটা এন্ট্রি করে তা ম্যানুয়ালি সেইভ করতে হয়। অন্যদিকে গুগলশীটস এ ডাটা এন্ট্রি করলে তা অটোমেটিক্যালি সেইভ হয়।
- স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজ:
- প্রত্যেকেরই আলাদা আলাদা স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজ আছে। এক্সেলে ইউজ হয় ভিবিএ স্ক্রিপ্টিং এবং স্প্রেডশীট ইউজ করছে গুগল এপস স্ক্রিপ্ট।
- প্রাইসিং:
- এছাড়াও দামের দিকে খেয়াল করলে দেখা যাবে এক্সেলের অনলাইন ভার্সন Office-365 এর জন্য আপনাকে মাসিক ৮.২৫ ডলার গুণতে হবে। সেক্ষেত্রে গুগলশীটস টোটালি ফ্রি। তবে বিজনেস সাবস্ক্রিপশন সুবিধা নিতে চাইলে আপনার মাসিক ০৫ ডলার খরচ করতে হবে।
এবার আপনিই ডিসিশন নিন মাইক্রোসফট এক্সেল ব্যবহার করবেন নাকি গুগলশীটস। আপনি যদি আমার প্রেফারেন্স চান সেক্ষেত্রে আমি গুগলশীটসকেই এগিয়ে রাখব। আমি এই ব্লগে দুইটা প্রোগ্রামের পসিটিভ নেগেটিভ সাইড তুলে ধরার চেষ্টা করেছি। আমি কি কিছু মিস করলাম? কমেন্ট জানাতে ভুলবেন না যেন।