আমরা সবাই আমাদের ফাইবার গিগ থেকে প্রথম অর্ডারটি পাওয়ার জন্য মরিয়া। আপনার এগিয়ে যাওয়ার জন্য ফাইবার গিগ থেকে প্রথম অর্ডার পাওয়া খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রথম অর্ডার পাওয়ার সহজ কিছু পরামর্শ রইল।
- নির্দিষ্ট গিগঃ
- নির্দিষ্ট গিগ এ ফোকাস করুন।
- যে বিষয়ে আপনি অভিজ্ঞ সেই ক্ষেত্র নিয়েই আপনার গিগ তৈরি করুন। সহজে কাজ পাবেন।
- প্রোফাইল:
- প্রথম অর্ডার পাওয়ার জন্য আপনার প্রোফাইল অনেক হেল্প করতে পারে।
- যে বিষয়ে আপনার দক্ষতা আছে সেই বিষয় সম্পর্কিত একাধিক বিষয়ে বিভিন্ন টাইটেল, কিওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইল সাজান।
- নজরকাড়া গিগঃ
- আপনার গিগটিকে যতসম্ভব নজরকাড়া করে তুলার চেস্টা করুন।
- আপনার কাজকে ব্যাখ্যা করে এমন মৌলিক ছবি গিগে ব্যবহার করুন যা একনজরেই ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে।
- সঠিক তথ্যপূর্ণ ছবি দেখে ক্লায়েন্ট আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী হবে।
- ভিডিও:
- ভিডিও আপনার গিগ রেঙ্কিংয়ের অসাধারণ একটি ফেক্টর।
- আপনার গিগ থেকে বেশি কাজ পেতে সংশ্লিষ্ঠ বিষয়ে প্রাসঙ্গিক ভিডিও যোগ করুন ফলে সহজে কাজ পাবেন।
- ডেসক্রিপশনঃ
- আপনি অবস্যই আপনার গিগের জন্য একটি ভাল ডেসক্রিপশন গড়ে তুলার চেষ্টা করুন।
- আপনার কাজের সংক্ষিপ্ত অথচ চমকপ্রদ ব্যাখ্যা লিখুন ডেসক্রিপশনে যাতে ক্লায়েন্টের চোখে পরে।
- কেন আপনার কাছেই ক্লায়েন্ট আসবেন তাও লিখুন।
- কাজের মূল্য:
- প্রথমেই আপনি আপনার কাজের মূল্য বা পারিশ্রমিক কম রাখার চেষ্টা করুন।
- প্রথম দিকে কাজ পেতে আপনার পারিশ্রমিক ন্যূনতম $৫ রাখুন।
- কাজের গুনগত মান ঠিক রাখুন।
- বি অনলাইন:
- বেশিরভাগ সময় অনলাইন এ থাকার চেষ্টা করুন।
- ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যথাসম্ভব অনলাইন মোডে থাকুন।যাতে ক্রেতা সহজেই আপনার রেসপন্স পায়।
- বায়ার রিকোয়েস্টঃ
- বায়ার রিকোয়েস্ট কাজ পাবার অসাধারণ একটি মাধ্যম।
- প্রতিদিন বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে আপনার গিগটি সচল রাখুন। সহজে কাজ পাবেন।
- সোশ্যাল মিডিয়া:
- সোশ্যাল মিডিয়াকে ভালোমত ব্যবহার করার চেষ্টা করুন।
- আপনার কাজ সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট গ্রুপে প্রোমট করুন। তাইলে বেশি কাজ পাবেন।
- ব্লগ:
- ব্লগের মাদ্ধমে গিগ প্রোমোটিং আরেকটি অসাধারণ মাধ্যম হতে পারে।
- আপনার কাজ সংক্রান্ত ব্লগ তৈরি করে আপনার গিগটি প্রোমট করুন।
- কাজ নিয়ে মন্তব্য করুন ব্লগে। এখানেই কাজের অর্ডার পাবেন।
উপরের এই সহজ উপায়গুলো ফলো করে ফাইবারে আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করুন খুব সহজেই।