ফাইবার থেকে আয় করার প্রথম শর্তটিই হল আপনাকে সংশ্লিষ্ট কাজটা খুব ভালোভাবে জানতে হবে। নিচে ফাইবারে ছাপ ফেলার ৮টি সহজ উপায় আলোচনা করা হল।
- একাধিক গিগ বানান:
- একই ক্যাটাগোরির একাধিক গিগ ক্রিয়েট করুন। তাহলে আপনি ওভারঅল ইম্প্রেশান, ক্লিক আর ভিউ বাড়বে।
- গিগ সিমিলারিটি:
- গিগগুলো যেন একই বিষয়ের ওপর হয়। কখনই বিভিন্ন স্কিল মিশিয়ে ফেলবেন না।
- কপি-পেস্ট:
- ভুলেও অন্যান্য সেলারদের থেকে গিগ কপি-পেস্ট করবেন না।
- ক্রস-প্রোমোশান:
- গিগের মধ্যেই সম্পর্কিত অন্য একটি সার্ভিসের উল্লেখ করুন।
- কিওয়ার্ড:
- ফাইবারে নিজের ছাপ ফেলতে কিওয়ার্ড রিসার্চ খুবই জরুরি।
- গিগ টাইটেল এবং ডেসক্রিপশানে টার্গেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করুন।
- প্রোফাইল শেয়ার:
- ফেসবুক, টুইটার, লিঙ্কডিন সহ যাবতীয় সব সোশ্যাল মিডিয়াতে নিজের গিগগুলো শেয়ার ও প্রমোট করুন।
- বায়ার রিকুয়েস্ট:
- স্টার্টারদেড় যন্ন এতে খুবই জরুরী। খুঁটিয়ে খুঁটিয়ে যব ডেসক্রিপশান পড়ে তবেই বায়ার রিকুয়েস্টে অ্যাপলাই করুন।
- সহজেই এই রিকুয়েস্ট পাঠান নিচের স্টেপগুলো ফলো করেঃ
- ফাইবার ড্যাশবোর্ড > মোর > বায়ারস রিকুয়েস্ট
- অনলাইন থাকার চেষ্টা করুন:
- নতুন হিসাবে বেশি সময় ধরে অনলাইন থাকার চেষ্টা করুন। বেশি সময় ধরে অনলাইন এ থাকলে কোন গিগের সার্চ রেসাল্টে আসার সম্ভবনা বেড়ে যায়।
- তাই ইম্প্রেশান, ক্লিক আর ভিউ বাড়াতে হলে যত বেশি সময় সম্ভব অ্যাকটিভ থাকুন।
এই উপায়গুলো ফলো করলে আপনার ফাইবার ইম্প্রেশান, ক্লিক আর ভিউতে আশানুরূপ বৃদ্ধি দেখতে পাবেন। তবে অবশ্যই মনে রাখবেন, ধৈর্য আর পরিশ্রমই আপনার সাফল্য এনে দেবে।