ফ্রিল্যান্সিং করতে গেলে সুবিধা যেমন রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে। যে কোন ইন্ডাস্ট্রিতে কাজ পেতে হলে আপনার ওই ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।
ফ্রিল্যান্সিং এমন অপশন যা আপনাকে শুধু প্রয়োজনীয় অভিজ্ঞতা যোগাবে তাই নয় সঙ্গে ইনকামের সুযোগ করে দেবে। এই ব্লগে আমি ফ্রিল্যান্সিং-এর কিছু সুবিধা অসুবিধা আলোচনা করার চেষ্টা করেছি।
চলুন ঝটপট দেখে নেয়া যাক –
ফ্রিল্যান্সিং এর সুবিধা –
- ফ্লেক্সিবিলিটি:
- ফ্রিল্যান্সিং এ কাজ করার ফ্লেক্সিবিলিটি রয়েছে।
- নিজের সময় ও চাহিদা মত আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন।
- টাইম:
- ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে টাইম এর প্রতি খুবই লক্ষ্য রাখতে হবে।
- টাইম ইজ মানি। এই কোট টা মনে রাখতে পারেন।
- ফ্রিল্যান্সিং করার সাথে সাথে আপনি প্রচুর টাইম ম্যানেজমেন্ট শিখবেন যেটি আপনার ফ্রিল্যান্সিং লাইফের পাশাপাশি আপনার পার্সোনাল লাইফেও কাজে লাগবে।
- ছুটি নেওয়া:
- কোন বাধ্যবাধকতা ছাড়াই আপনি কাজ থেকে ছুটি নিতে পারেন।
- আপনি কখন কাজ করতে চান তা আপনিই লির্ধারণ করতে পারেন।
- কাজের চাপ নিয়ন্ত্রণ:
- ফ্রিল্যান্সিং এ কাজের চাপ নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতেই।
- বেশি পরিশ্রম ও অথচ কম টাকার কাজ আপনি ইচ্ছেমতো বাতিল করে কাজের চাপ কমাতে পারেন।
- ইন্টারনেশনাল ক্লায়েন্ট:
- ফ্রিল্যান্সিং এ আপনি বেশিরভাগ সময় ইন্টারনেশনাল ক্লায়েন্ট এর সাথে কাজ করবেন।
- ফ্রিল্যান্সিং বেশিরভাগ অনলাইন নির্ভর, তাই সারাবিশ্বের ক্লায়েন্ট আপনার কাজ স্মপর্কে একটি আইডিয়া পেতে পারে।
- টাকা রেজগার:
- ফ্রিল্যান্সিং টাকা রেজগারের একটি উৎকৃষ্ট মাধ্যম হতে পারে।
- ভালো ভালো কাজ করে আপনি সুনাম এর সাথে সাথে প্রচুর অর্থও রোজগার করতে পারেন।
ফ্রিল্যান্সিং এর অসুবিধা –
- ট্যাক্স:
- ফ্রিল্যান্সিং ট্যাক্স প্রদান করা ও প্রসেস করা অনেক সময় কঠিন হয়ে পরে।
- সেল্ফ অ্যাসেসমেন্ট করে ট্যাক্স দেওয়া এখানে অসুবিধার কাজ। তাই অনেক সময় আপনার গাইডের প্রয়োজন হতে পারে।
- অনিশ্চিত আয়:
- কিছু কিছু সময় ফ্রিল্যান্সিং আয় অনিশ্চিত হয়ে পড়তে পারে। সেটি মাথায় রাখুন।
- সবসময় নির্দিষ্ট টাকা রোজগার ফ্রিল্যান্সিং এ সহজ নয়।
- বাড়ির বাধা:
- ফ্রিল্যান্সিং যার শুরু প্রথমে নিজে শুরু করেন।
- বাড়িতে সবসময় নিজের সময়মত কাজ করার সুবিধা থাকে না। ফলে ক্লায়েন্টের কাজ শেষ করতে দেরি হতে পারে।
- কাজের প্রতিযোগিতা
- ফ্রিল্যান্সিং এ কাজের প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে।
- অনেক মানুষ ফ্রিল্যান্সিং করতে চায়, ফলে সেরা কাজ উপহার দেওয়ার জন্য সবসময় ফ্রিল্যান্সারকে প্রতিযোগিতায় থাকতে হয়।
- একঘেয়েমি:
- নিজের মত কাজ করতে করতে আপনি নিজেকে একসময় একা একা ফিল করতে পারেন। এবং এটাই স্বাভাবিক।
- অনেক সময় ফ্রিল্যান্সিং একঘেয়ে হয়। তাই ফেসবুক, মিট আপের মতো সোশ্যাল সাইটে সম মনমানসিকতার লোকদের সাথে নেটওয়ার্কিং করতে পারেন।
আপনারা এতএতক্ষন ফ্রিল্যান্সিং লাইফের সুবিধা অসুবিধাগুলো দেখলেন। ফ্রিল্যান্সিং কাজে স্থির থাকার মনমানসিকতা থাকতে হবে। একঘেয়েমি আসতে পারে। এটি কাটাতে মাঝেমধ্যে কফিশপ অথবা লাইব্রেরিতেযেতে পারেন। আপনার মনের মত আপনার কাজের ডেস্ক সাজান,বড় কাজকে ছোট ছোট লক্ষ্যে ভেঙে নিয়ে সৃষ্টিশীল করে তুলুন নিজের কাজকে।