ইমেইল আমাদের ডে টো ডে লাইফে যোগাযোগের অন্যতম মাধ্যম। এখন একটি ইমেইল না হলে আমাদের চলেই না।
যোগাযোগ রক্ষার জন্য সেরা ইমেইল সার্ভিস প্রোভাইডার কোনটি হতে পারে? সেটাই আমরা এখানে খুঁজে বের করব। নিচে ১০ টি ইমেইল প্রোভাইডারের সংক্ষিপ্ত বিবরণী দেওয়া হলো।
চলুন দেখে নেওয়া যাক –
- Gmail – জিমেইলঃ
- বর্তমানে জিমেইল সবচেয়ে ভালো ইমেইল সার্ভিস প্রোভাইড করছে। এটি ইউজার ফ্রেন্ডলি হওয়ায় ফ্রিল্যান্সার ও ব্যবসায়ীর জন্য খুব উপযোগী।
- জিমেইল ব্যবহারকারীকে ১৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি গুগল ড্রাইভ স্টোরেজ দিচ্ছে। এছাড়া দিচ্ছে চমৎকার স্পাম ফিল্টার ও পুরাতন বা হারিয়ে যাওয়া ইমেইল সহজে খুঁজে বের করার সুবিধা।
- ব্যক্তিগত বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য জিমেইল পেইড কাস্টমাইজড ইমেইল সার্ভিস দিচ্ছে; যেখানে আছে অ্যাড-ফ্রি ইন্টারফেস ও আরো বেশি স্টোরেজ।
- জিমেইলে সাইনআপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
- AOL mail – এওএল মেইলঃ
- AOL মেইল একটি ফ্রি ইমেইল সার্ভিস এবং খুব ইউজার ফ্রেন্ডলি।
- এর হোমপেজে একটি নিউজ হাব আছে যার জন্য ইমেইল প্রেরণ ও গ্রহণ আরো সহজ হচ্ছে।
- বিশেষভাবে এতে আছে আনলিমিটেড স্টোরেজ ও ভাইরাস নিরাপত্তা।
- AOL মেইলে সাইনআপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
- Outlook – আউটলুক ডট কমঃ
- আউটলুক হচ্ছে মাইক্রোসফটের ফ্রি ইমেইল সার্ভিস।
- এতে সাইন-আপ এর জন্য ইমেইল ভেরিফিকেশনে কোনো ফোন নাম্বারের দরকার হয়না। ইমেইল ভ্যারিফিকেশনের পরেই ইমেইলটি অ্যাকটিভ হবে।
- মেইলবক্সে আছে ১৫ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫ জিবি পর্যন্ত ওয়ান-ড্রাইভ ফাইল স্টোরেজ, নিরাপত্তা ও স্পাম ফোল্ডার।
- পেইড সার্ভিসে রয়েছে ১ টিবি পর্যন্ত স্টোরেজ, কাস্টম ডোমেইন নেইম ও অ্যাড ফ্রি সার্ভিস। নিউ ইমেইল কম্পোজে সিগনেচার ব্যবহার করতে পারবেন।
- তবে এই ইমেইল সার্ভিস ব্যবহার করলে ইলিগ্যাল বা আনইউজুয়াল অ্যাকটিভিটি থাকা যাবে না। অটোমেটেড সিস্টেম তা বুঝলে একাউন্ট লক বা বন্ধ করতে পারে।
- Outlook এ সাইনআপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
- Zoho Mail – যোহোঃ
- যোহো মেইল অ্যাড-ফ্রি সেফটি সার্ভিসসহ উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে ৫টি ইউজার নেইম ব্যবহারের সুবিধা, ৫ জিবি স্টোরেজ ও সিংগেল ডোমেইনের জন্য ইমেইল হোস্টিং।
- পেইড সার্ভিসে আছে মাল্টিপল ডোমেইন হোস্টিং সুবিধা।
- Zoho Mail এ সাইনআপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
- Mail.com – মেইল ডট কমঃ
- এই সার্ভিস প্রোভাইডার ছোটো ব্যবসাগুলোর জন্য বেশ কিছু সুবিধা প্রদান করছে।
- এতে ২০০ টি পছন্দের ডোমেইন থেকে ইমেইল অ্যাড্রেস নির্বাচনের সুবিধা রয়েছে।
- যদি আপনি সিংগার হোন তবে সিংগার ডট নেট এক্সটেনশনে ইমেইল সেট-আপ করতে পারবেন।
- এছাড়াও আছে ৩০ জিবি ফাইল সাইজের ইমেইল পাঠানোর সুবিধা।
- Mail.com এ সাইনআপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
- Yahoo Mail – ইয়াহু মেইলঃ
- ১ টেরাবাইট পর্যন্ত আনলিমিটেড স্টোরেজ, কাস্টমাইজড ম্যাসেজ লে-আউট ও পপ-থ্রি সেটিংস সুবিধা রয়েছে এই ইমেইল সার্ভিস প্রোভাইডারের।
- এছাড়াও আছে মেইলবক্সের ভিতর থেকে ফোটো, ভিডিও, ট্রাভেল ইনফরমেইশান এবং ডকুমেন্ট দেখা ও দ্রুত খুঁজে বের করার সুবিধা।
- এর পেইড কাস্টমাইজড সার্ভিসে আছে কাস্টম ডোমেইন নেইম ব্যবহারের সুবিধা।
- Yahoo Mail এ সাইনআপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
- Proton Mail – প্রোটনমেইলঃ
- এটি বেশ জনপ্রিয়, নিরাপদ এবং এনক্রিপটেড ইমেইল সার্ভিস।
- এখানে রেজিস্ট্রেশন করতেও ফোন ভেরিফিকেশনের দরকার হয়না। রিকোভারি ইমেইল এর ফিল্ড থাকলেও সেটা অপশনাল।
- সাইন আপের পরেই ইমেইল আদান-প্রদান করতে পারবেন। ইমেইল সার্ভিসটির ডেটা সেন্টার অবস্থিত সুইজারল্যান্ডে।
- এর ইমেইল আদান-প্রদান হয় এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে।
- এতে ফ্রিতে আপনি পাবেন ৫০০ এমবি স্টোরেজ এবং প্রতিদিন ১৫০ টি ইমেইল পাঠানোর সুবিধা
- Proton Mail এ সাইনআপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
- iCloud Mail – আই ক্লাউড মেইলঃ
- এই সার্ভিসটি অ্যাপল আইডি ব্যবহারকারীদের জন্য; যাতে ইউজার এক্সেস করতে পারে আইফোন, ম্যাকবুক বা মাইক্রোসফট আউটলুক থেকে।
- এটি একটি অ্যাড-ফ্রি ইন্টারফেস। এতে আছে ৫ জিবি স্টোরেজ সুবিধা।
- iCloud Mail এ সাইনআপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
- GMX Mail – জিএমএক্স মেইলঃ
- এটি খুব নিরাপদ ও নির্ভরযোগ্য মেইল সার্ভিস প্রাদান করে।
- এতে আছে এন্টিভাইরাস সফটওয়ার, এনক্রিপটেড ইমেইল, ৬৪জিবি পর্যন্ত স্টোরেজ ও ৫০ এমবি অ্যাটাচমেন্ট-এ ইমেইল পাঠানোর মতো সুবিধা।
- GMX Mail এ সাইনআপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
- Mozilla Thunderbird – মজিলা থান্ডারবার্ডঃ
- মজিলা থান্ডারবার্ড হচ্ছে একটি ফ্রি ও সিকিউরড ইমেইল সার্ভিস।
- এটি ফ্রি-সোর্স ইমেল অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করা সহজ।
- এতে আছে কুইক ফিল্টার টুলবার, অ্যাড-অন ম্যানেজার এবং বিশেষ সুবিধা হিসেবে আছে অ্যাটাচমেন্ট রিমাইন্ডার, যার দ্বারা আপনার ব্যবসার জন্য পছন্দমতো ভালো কনটেন্ট বা আর্টিকেল সহজেই অ্যাটাচ করতে পারবেন।
- Mozilla Thunderbird এ সাইনআপ করার জন্য আপনাকে এখানে যেতে হবে।
উপরে ১০টি বেস্ট ফ্রী ইমেইল সার্ভিস প্রোভাইডার নিয়ে আলোচনা করলাম। আপনি যেকোন একটি দিয়ে শুরু করতে পারেন। আপনার কাছে কোন ইমেইল সার্ভিস প্রোভাইডার বেস্ট মনে হয় কাইন্ডলি কমেন্টে জানান।