আপনি ফ্রেল্যান্সিং এর যে স্টেজেই থাকুন না কেন ফ্রেল্যান্সিংকে যদি কেরিয়ার হিসাবে আঁকড়ে থাকতে চান তাহলে আপনার একিট প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করা খুবই জরুরী। মনে রাখবেন যে কোনো গ্রোইং ক্যারিয়ারের জন্যে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান খুবই জরুরি।
বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলোতে বেশিরভাগ এমপ্লয়িরা কিছু প্ল্যান ফলো করে চলে। ওই কোম্পানিগুলোতে সবসময় ক্যারিয়ারের ডেভেলপমেন্ট এর কিছু না যাকিছু এক্টিভিটিস থেকেই। কোম্পানিগুলো তাদের নিজের প্রয়োজনের স্বার্থেই এটি করে থাকে।
ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে যেহেতু গাইড করার জন্যে কোনো ম্যানেজার থাকে না, তাই তাদের নিজ উদ্দ্যেগেই প্ল্যান বানিয়ে এগিয়ে যাওয়া খুবই জরুরি। আপনি যদি এই কাজটি না করেন তাহলে ধরে রাখুন আপনি পিছিয়ে পড়ছেন যেটা আপনি নিশ্চয় চাইবেন না।
এই ব্লগে সহজেই প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করে ফ্রিল্যান্সার হিসেবে আপনার ক্যারিয়ারে উন্নতি কিভাবে করতে পারেন তার কিছু উপায় দেখানোর চেষ্টা করেছি। চলুন দেখে নেয়া যাক –
- প্রয়োজনীয় স্কিল:
- প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে যে ফিল্ডে আপনি কাজ করতে চাচ্ছেন সেখানে কি কি স্কিল দরকারি।
- প্রয়োজনীয় স্কিলগুলো আইডেন্টিফাই না করতে পারলে আপনি প্রথম স্টেপেই পিছিয়ে পড়লেন।
- আপনি একটি লিস্ট তৈরি করে সেই মত নিজেকে প্রস্তুত করতে পারেন।
- ক্লায়েন্টরা আপনার স্কিল আর নলেজ দেখেই কিন্তু আপনাকে বেছে নেবেন।
- স্ট্রং এবং উইক পার্ট:
- লিস্টে থাকা স্কিলগুলির মধ্যে যেগুলিতে আপনি উইক, সেগুলো আপনাকে মডিফাই করতে হবে। এইটাই আপনার মেইন আইডিয়া হওয়া উচিত।
- প্রথমেই স্ট্রং এবং উইক পার্ট গুলো আইডেন্টিফাই করা খুবই জরুরী। এটি আপনার সামনের কেরিয়ারকে প্রভাবিত করবে।
- এছাড়াও, আগের ক্লাইন্টদের ফিডব্যাক থেকে আপনার পারফরমেন্স সম্পর্কে আপনি একটি ভাল আইডিয়া পাবেন যেটি আপনাকে একটি অসাধারণ ডেভেলপমেন্ট প্ল্যান বানাতে সাহায্য করবে।
- ফোকাস:
- আপনার ফোকাস কেনেডিকে সেটি আগে টিক করে নিন।
- এবার আপনাকে ঠিক করতে হবে আপনি নতুন কিছু শিখবেন নাকি আপনার যে স্কিলগুলি রয়েছে সেগুলিকে আরও ঝালিয়ে নিবেন।
- আপনার যে স্কিলগুলো ইতিমদ্ধেই আপনার আছে সে ক্ষেত্রগুলোতে আপনার অপর্চুনিটি খুঁজার চেষ্টা করুন।
- নতুন স্কিল শিখতে হলে বিভিন্ন কোর্সের সাহায্য নিন। এক্ষেত্রে ফোকাস থাকে খুবই জরুরী। যেকোনো একটি দিকে ফোকাস থাকার চেষ্টা করুন।
- সামনের এক বছরে আপনি কোন সেক্টরটিতে গ্রো করতে চান এমন ৩ থেকে ৫টি এরিয়া আপনার লিস্টে রাখুন।
- স্কিল ইম্প্রুভমেন্ট:
- এবার আপনার স্কিলগুলি ইম্প্রুভ করুন। যেমন ধরুন,
- প্রতিদিন নতুন স্কিল প্র্যাকটিস করার জন্যে কিছুটা সময় রাখুন। এই স্ট্রাটেজি মাস্ট ফলো করুন।
- একজন মেন্টর খুঁজে নিন।
- প্রয়োজনীয় কোর্স জয়েন করুন।
- সেমিনার এবং পডকাস্ট শুনুন।
- বই বা বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়াল পড়ুন।
- লিঙ্কডিনের মাধ্যমে আপনার ইন্ডাস্ট্রির প্রফেশনাল গ্রুপগুলিতে জয়েন করে বর্তমান সময়ের ইন্ডাস্ট্রি ট্রেন্ড বুঝার চেষ্টা করুন।
- এবার আপনার স্কিলগুলি ইম্প্রুভ করুন। যেমন ধরুন,
আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার, আপনি নিজেই আপনার বিজনেসের সবকিছু – হেড, ম্যানেজার, একাউন্টেন্ট, সিইও ইত্যাদি। উপরের স্টেপগুলি ফলো করে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করলে তা আপনার এবং আপনার বিজনেস দুটিরই উন্নতিতে সাহায্য করবে এইটা বলাই যায়। তাই আজই আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরিতে নেমে পড়ুন। আপনার জন্য শুভ কামনা।