আপনি যখন আপনার বিজনেস শুরু করবেন তখন আপনার একটি ডোমেইন এবং হোস্টিং প্ল্যান কিনা জরুরী। নিজের ওয়েবসাইট নেইম ও হোস্টিং চ্যুজ করে আপনি ওখান থেকেই নিজের প্রফেশনাল ইমেইল অ্যাড্রেস তৈরি করতে পারেন ।

আমরা কয়েকভাবেই ইমেইল অ্যাড্রেস তৈরি করতে পারি। চলুন, তার কিছু আইডিয়া দেখা যাক –

নোট : আমার নাম Sayed Mohammad Sakib Hossain এবং আমার এই ডোমেইনের এড্রেস – https://learnwithsayed.xyz/

  • আপনার নামের প্রথম ও শেষ অংশ একসাথে যোগ করে করতে পারেন। এরপরে @ দিয়ে আপনার ডোমেইন নেইম দিবেন। যেমন-
    • ফাস্ট নেইম + লাস্ট নেইম
      sayedmohammadsakibhossain@learnwithsayed.xyz
    • ফাস্ট নেইম . লাস্ট নেইম
      sayedmohammad.sakibhossain@learnwithsayed.xyz
    • ফাস্ট নেইম – লাস্ট নেইম
      sayedmohammad-sakibhossain@learnwithsayed.xyz
    • ফাস্ট নেইম . মিডল নেইম . লাস্ট নেইম
      sayed.mohammadsakib.hossain@learnwithsayed.xyz
    • ফাস্ট নেইম – মিডল নেইম – লাস্ট নেইম
      sayed-mohammadsakib-hossain@learnwithsayed.xyz
    • ফাস্ট ইনিসিয়াল + লাস্ট নেইম
      shossain@learnwithsayed.xyz
    • ফাস্ট ইনিসিয়াল + মিডল নেইম + লাস্ট নেইম
      smohammadsakibhossain@learnwithsayed.xyz
  • আপনার নাম সংক্ষিপ্ত করে ইমেইল অ্যাড্রেসের প্রথম অংশ তথা @ এর আগের অংশ (ইউজার নেইম) নির্ধারণ করতে পারেন। যেমন-
    • smsh@learnwithsayed.xyz
    • smshossain@learnwithsayed.xyz
    • ssakibh@learnwithsayed.xyz
    • smsakibhossain@learnwithsayed.xyz
    • smsakibh@learnwithsayed.xyz
    • smohammadsh@learnwithsayed.xyz
  • আপনার নামের সাথে প্রফেশন, সিটি বা ডিগ্রী অ্যাড করে ইমেইল অ্যাড্রেসের প্রথম অংশটি তৈরি করতে পারেন। যেমন-
    • sakibmscse@learnwithsayed.xyz
    • hossainlearn@learnwithsayed.xyz
    • learnsayed@learnwithsayed.xyz
    • sayedlearn@learnwithsayed.xyz
    • sayeduniversity@learnwithsayed.xyz

ইমেইল অ্যাড্রেস চ্যুজ করা কঠিন ও বেশ চ্যালেঞ্জিং কাজ। উপরের দেওয়া স্যাম্পল ফোলো করে আপনি চাইলে আপনার বিজনেস প্রফেশনাল ইমেইল সহজেই তৈরি করতে পারেন।