আপনি হাইস্কুলে যে ইমেইল এড্রেসটি ব্যবহার করতেন তা বাস্তব জীবনে খুব একটা কাজে নাও আসতে পারে। বর্তমান প্রফেশনাল ওয়ার্ল্ডে আপনার ইমেইল এড্রেসও হওয়া চাই প্রফেশনাল। অনেক উপায়েই আপনি একটি প্রফেশনাল ইমেইল আইডি বানাতে পারেন যেটা সকলের কাছেই খুব আকর্ষণীয় হতে পারে।

প্রফেশনাল বিজনেস ইমেল এড্রেস বানানোর পদ্ধতি:

  • ইমেইল হোস্ট সিলেক্ট করা:
    • আপনি আপনার ব্যবসার শুরুতেই ইমেইল সার্ভিসসহ হোস্টিং প্যাকেজ খুজে বের করে সহজেই বিজনেস ইমেইল তৈরী করতে পারেন। এছাড়াও Google Workspace (পুর্বে G-suite ছিল) এর মাধ্যমেও এটি করা যায়। আমার ডোমেইন হল – লার্ন উইথ সাইদ . আমার হোস্টিং পেকেজটি কিনেছি Hostinger থেকে।
ছবি : Google Workspace প্রাইসিং প্ল্যান
  • ইমেইল ক্লায়েন্টের সাথে নিজের ইমেইল কানেক্ট করা:
    • হোস্টিংয়ের প্লাটফর্মের মাধ্যমে বিজনেস ইমেইল তৈরী করলে ইমেইল ক্লায়েন্টের সাথে ইমেইল এড্রেস কানেক্ট করতে হবে।
    • বেস্ট ইমেইল ক্লায়েন্টের মধ্যে রয়েছে Microsoft Outlook, Mailbird, Thunderbird
  • মার্কেটিং অটোমেশন সফটওয়ারের সাথে আপনার ইমেইলটি কানেক্ট করা: আপনি যে কোন মার্কেটিং অটোমেশন সফটওয়ারের সাথে নিজস্ব ইমেইল কানেক্ট করতে পারেন। মার্কেটিং অটোমেশন সফটওয়ারের মধ্যে HubSpot অন্যতম।

প্রফেশনাল  ইমেইল এড্রেসের আইডিয়া এবং উদাহরণ:

বিভিন্ন ভাবে নিজের নাম কম্বাইন করে, নাম সংক্ষিপ্ত  করে কিংবা নিজের নামের সাথে প্রফেশন, শহর বা ডিগ্রি যুক্ত করে প্রফেশনাল ইমেইল এড্রেস তৈরী করা যায়।

যেমন-

যদি নিজের নাম দিয়ে করেন –

  • sayed-mohammad-sakib-hossain@learnwithsayed.xyz,
  • sayed-sakib@learnwithsayed.xyz,
  • sayed-sakib-hossain@learnwithsayed.xyz ইত্যাদি।

আর যদি আরো প্রফেশনাল ওয়েতে করেন –

  • support@learnwithsayed.xyz
  • admin@learnwithsayed.xyz
  • general@learnwithsayed.xyz ইত্যাদি হতে পারে।

পরিশেষে বলা যায়, একটি প্রফেশনাল ইমেইল এড্রেস নিজের প্রফেশনালিজম বাড়ানোর সাথে সাথে নিজের বিজনেসের ও প্রফেশনালিজম বাড়াতে পারে। উপরের আইডিয়া ব্যবহার করে আপনারা খুব চমৎকার বিজনেস ইমেইল আইডি তৈরী করতে পারেন।