আপনি একজন ডেভেলপার, ডিজাইনার, আর্কিটেক্ট , রাইটার , ব্লগার যাই হন না কেন আপনার ফ্রিল্যান্সিং এর জীবন বেশ আনপ্রিডিক্টেবল হতে পারে। মানি মেনেজমেন্টের ক্ষেত্রে এটি নিতান্তই সত্য। বিভিন্ন ক্লায়েন্টের আপনাকে বিভিন্নভাবে পেমেন্ট করতে পারে। এটি হতে পারে ঘন্টা অনুযায়ী, সাপ্তাহিক বা মাসিক। আপনার ব্যবসা পরিচালনা করার জন্য আপনার মানি মেনেজমেন্ট টিক রাখতে হবে।

এই মানি মেনেজমেন্ট এর জন্য আপনি যখন একটি সফ্টওয়্যার ব্যবহার করবেন তখন এটি আপনাকে ভাল সুবিধা দিবে সবক্ষেত্রেই এবং এটিকে আমরা ইনভয়েসিং সফটওয়্যার বলছি।

এই ব্লগে সেরা আটটি ইনভয়েস সফটওয়্যার সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক –

  • ইনভয়েসরা:
    • ক্লাউড নির্ভর এই সফটওয়্যার আপনি প্রয়োজন মত সমস্ত বিজনেস সেটিংসে ব্যবহার করতে পারেন।
    • এটির য়া একটি ফ্রী প্ল্যান রয়েছে।
    • আরো এডভান্স ফিচার বেবহার করতে আপনার মাস প্রতি $১৫ থেকে $১৪৯ গুনতে হতে পারে।
  • যোহো ইনভয়েস
    • এটা কমপ্লিটলি ফ্রী।
    • সারা বিশ্ব জুড়ে গ্রাহকরা যোহো ইনভয়েসকে তাদের ইনভয়েসিং সফটওয়্যার হিসাবে ব্যবহার করছে।
    • পেপল, স্ট্রাইপ,গুগল চেক আউট ইত্যাদি গেটওয়েসের সুবিধা রয়েছে এখানে।
    • এটি ফ্রিল্যানসারদের জন্য একটি কন্ট্রোলড ইনভেয়েস সার্ভিস হতে পারে।
  • ওডুঃ
    • ক্লায়েন্টের সাথে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট ওডু দ্বারা সহজেই পরিচালনা করা যায়।
    • ক্লায়েন্টের কাজের ইনভয়েস ওডু দ্বারা ইজিলি সম্ভব হয়। চালান তৈরি করুন,
    • ওডু দ্বারা আপনি বিলের টাইমশীট ও তৈরী করতে পারেন।
    • সর্বোপরি আপনার সকল মানি ম্যানেজমেন্ট ওডু দ্বারাই সম্ভব।
    • এই অটোমেটেড বিজনেস সার্ভিসটি আপনাকে পনের দিনের ফ্রি ট্রায়াল দেয়।
    • ওডুতে মার্কেটিং, সিআরএম, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইত্যাদির সুবিধা রয়েছে।
  • ইনভয়েস নিঞ্জা
    • ইনভয়েস নিঞ্জা দিয়ে আপনি আপনার বিজনেস দ্রুত এবং সহজ চালাতে পারবেন।
    • ফ্রিল্যান্সারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনলাইন সার্ভিস এটি। মাল্টিপল ফিচারের সুবিধে আছে এখানে।
    • ইনভয়েস নিঞ্জার মাধ্যমে রিয়েল-টাইমে ইনভয়েস এবং কোট তৈরি করে সহজেই আপনার ক্লায়েন্টকে ইমেল করতে পারেন।
    • এতে চল্লিশটি পেমেন্ট গেইটওয়ে ইন্টিগ্রেট করা যাবে।
    • ইনভয়েস নিঞ্জার ফ্রি প্ল্যান দিয়েই আপনি কিন্তু অনেক কাজ সেরে ফেলতে পারবেন।
    • প্রো প্লানের জন্য আপনাকে দশ থেকে চৌদ্দ ডলার করছি করতে হবে ম্যাশ প্রতি।
  • ইনভয়েসলিঃ
    • ছোটখাটো ব্যবসার জন্য এই অ্যাপ বিভিন্ন ফিচার এর মাধ্যমে ফ্রিল্যান্সারদের কাজে অনেক সুবিধা দেয়।
    • ইনভয়েসলির মাধ্যমে নিমিষেই কাস্টমাইজেবল বিজনেস রিপোর্ট তৈরি করতে পারেন।
    • ইনভয়েসলি ওয়েব সফ্টওয়্যার স্যুটটি ব্যবহার করে আপনি সর্বদা জানতে পারবেন আপনার ব্যবসা কোথায় দাঁড়িয়ে আছে।
    • প্রথম দিন থেকেই ক্রেডিট কার্ড এবং অনেক পেমেন্ট গেটওয়ের মাদ্ধমে আপনার বিজনেসের সকল অর্থ গ্রহণ করতে পারবেন ইনভয়েসলির মাধ্যমে।
    • আপনি মোবাইল ডিভাইস থেকেও আপনার বিজনেসের সমস্ত ডাটা এক্সেস করতে পারবেন ।
    • আপনি আপনার প্রতি ঘন্টায় বিল করা কাজ, আপনার যাবতীয় খরচ সহজেই ট্র্যাক করতে পারবেন।
    • এর একটি ফ্রী প্ল্যান রয়েছে। প্রো প্লান এক্সেস করতে আপনাকে দশ থেকে ত্রিশ দলের খরচ করতে হবে।
  • ইনভয়েস প্লেইনঃ  
    • ইনভয়েস প্লেইন একটি সেলফ হোস্টেড ওপেন সোর্স এপ্লিকেশন।
    • কোটস্, প্রপোজাল, পেমেন্ট ইত্যাদি নিজে হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন এই এপ্লিকেশন এর মাধ্যমে।
    • আপনার ক্লায়েন্টদের পরিচালনা করতে পারবেন সহজেই।
    • ইনভয়েস প্লেইন এ অসাধারণ সব কাস্টমাইজেশন ফিচার রয়েছে।
    • এক-ক্লিক এই অনলাইন পেমেন্ট এর মাধ্যমে আপনার বিল গ্রহণ করতে পারবেন।
    • ইনভয়েস প্লেইন একটি ফ্রি সফটওয়্যার।
  • মি. বিলারঃ
    • মি. বিলার ব্র্যান্ড ফ্রী ইনভয়েসিং প্রোভাইড করে।
    • মি. বিলার এর মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই মিনিটের মধ্যে আনলিমিটেড ইনভয়েস তৈরি করুন।
    • এটি সহজ ও ব্যবহার বান্ধব একটি সফটওয়্যার।
    • মি. বিলার অস্ট্রেলিয়ার দ্রুততম ক্রমবর্ধমান স্টার্ট-আপগুলির মধ্যে একটি স্টার্ট-আপ যেটি সহজেই কাস্টমারদের মন জয় করে নিয়েছে।
    • এটি সেট-আপ করা অতি সহজ।
    • কয়েক মিনিটের মধ্যে আপনি প্রফেশনাল ইনভয়েস বানিয়ে আপনার ক্লায়েন্টকে পাতাতে পারবেন।
  • স্ট্রিট ইনভয়েসঃ
    • স্ট্রিট ইনভয়েস এর মাধ্যমে আপনি দ্রুত ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করতে পারেন।
    • গ্রাফ এবং রিপোর্ট এর ডিটেইলস জানতে পারবেন খুব সহজেই।
    • স্ট্রিট ইনভয়েস এর মাধ্যমে প্রজেক্ট ট্রেকিং, ক্লাউড সিঙ্ক, টিম ম্যানেজমেন্ট সহ আরো অনেক কিছুই সম্ভব।
    • এর ফ্রি প্ল্যান রয়েছে। প্রো প্লানের জন্য আপনাকে মাসে পাঁচ থেকে পনের দলের গুনতে হবে।

ওপরে আলোচনা করা যে কোন একটি ইনভয়েস সার্ভিস ব্যবহার করে খুব সহজেই নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন আপনিই ডিসাইড করুন কোনটি আপনার জন্য বেস্ট ফিট হবে।