মানুষ দিনকে দিন রিমোট ওয়ার্কের দিকে ধাবিত হচ্ছে। কোম্পানিগুলো আগের তুলনায় এখন ফ্রিল্যান্সার হাইয়ার করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। সে জন্য দিন দিন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় এমন লোকের সংখ্যা বাড়ছে। যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের মনে যে প্রশ্নগুলো প্রথমেই আসে তা হল

  • ফ্রিল্যান্সিং কি?
  • ফ্রিল্যান্সিং শুরু করবো কীভাবে?
  • কোথায় কোথায় ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যেতে পারে?

আমি এই লিখাতে ৩ নাম্বার পয়েন্টটি আলোকপাত করার চেষ্টা করেছি। চলুন তাহলে জেনে নেয়া যাক আপনি কোথায় কোথায় ফ্রিল্যান্সিং কাজ পেতে পারেন –

  • Upwork:
    • আপওয়ার্ক যা পূর্বে ইল্যান্স-ওডেস্ক নামে পরিচিত ছিলো। পরবর্তীতে নাম পরিবর্তন করে আপওয়ার্ক রাখা হয়েছে।
    • আপনি যে ধরণের ফ্রিল্যান্সারই হয়ে থাকুন না কেন, আপনার কাজ সন্ধানের জন্য আপওয়ার্ক সেরা ফ্রিল্যান্স ওয়েবসাইটগুলির মধ্যে একটি হতে পারে।
    • কাজগুলোর মধ্যে রয়েছে-
      • ওয়েব ডেভলপমেন্ট,
      • গ্রাফিক ডিজাইন,
      • ক্লায়েন্ট সাপোর্ট এবং
      • এমনকি ফ্রিল্যান্স আর্টিকেল রাইটিং ইত্যাদি।
    • আপওয়ার্ক এ জব পোস্টিংগুলির ফিড নিয়মিত আপডেট হচ্ছে।
    • ছোট ব্যবসা থেকে শুরু করে বড় কর্পোরেশন পর্যন্ত বিভিন্ন সংস্থাগুলি আপওয়ার্কের মাধ্যমে ব্লগার, ফ্রিল্যান্স ডিজাইনার এবং ফ্রিল্যান্স রাইটার হায়ার করছে।
  • Fiverr:
    • অনেক ডেভেলপার ও ডিজাইনার Fiverr-এ চিপ সার্ভিস দিচ্ছে।
    • আপনি ফাইভারে ফ্রিল্যান্সার হিসেবে আপনার নিজ স্পেশালিটি তৈরি করতে পারেন।
    • Fiverr আপনার জন্য অর্থ উপার্জনের একটি নির্ভরযোগ্য উপাই হতে পারে।
    • কেউ কেউ ফাইবারকে ইগ্নোর করতে পারে, তবে আপনি যদি সফল হতে চান আর কঠোর পরিশ্রম করতে পারেন তবে এটি আপনার জন্য সেরা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ওয়েবসাইট হতে পারে।
  • Freelancer:
    • ফ্রিল্যান্সার নামক মার্কেটপ্লেসটিতে গ্রাফিক-লোগো ডিজাইন থেকে শুরু করে এস.ই.ও-ট্রান্সক্রিপট লেখার কাজসহ আরো অনেক কাজ রয়েছে।
    • অনেক লোক ফ্রিল্যান্সারকে অন্যতম সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বলে বিবেচনা করে।
    • আপনার যদি স্কিল থাকে ও যদি ফ্লেক্সিবল জব আর রিমোট ওয়ার্ক খুঁজে থাকেন তবে ফ্রিল্যান্সার ডট কমে আপনি যথেষ্ট পটেশিয়াল লিডস পাবেন
  • People per hour:
    • পিপল পার আওয়ার ফ্রিল্যান্সারদের সাথে ক্লায়েন্টদের পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আরো একটি ভালো মার্কেটপ্লেস হিসেবে কাজ করছে।
    • প্রজেক্টেরর শুরুতে একজন ক্লায়েন্ট তার রিকুয়ারমেন্টটি পাবলিশ করে এবং তা দেখে একজন ফ্রিল্যান্সার এর যদি মনে হয় কাজটি তার ধারা করা সম্ভব তাইলে ওই ফ্রিল্যান্সার কাজটিতে এপ্লাই করতে পারে।
  • Designhill:
    • ডিজাইনহিলে ফ্রিল্যান্স ডিজাইনারদের খুঁজতে বিশেষ কিছু সিস্টেম আছে যা অন্যান্য মার্কেটপ্লেস এ নেই।
    • এখানে ডিজাইনার কনটেস্ট হয়ে থাকে যেখানে ফ্রিল্যান্সাররা তাদের নিজের ইউনিক ডিজাইন পোস্ট করে অংশ নিয়ে থাকে।
    • Buy a Design Gig অপশনের মাধ্যমে ক্লায়েন্ট তাদের পছন্দ মতো ডিজাইন কিনতে পারে বা গিগের ডিজাইনে কিছুটা কাস্টমাইজেশন চেয়ে অর্ডার করতে পারে।
    • এছাড়াও অন্যান্য মার্কেটপ্লেসের মতোই ক্লায়েন্ট বা বায়ারদের জন্য রয়েছে ডিজাইনারদের সরাসরি হায়ার করা ও ফ্রিল্যান্স জব পোস্ট করার সুবিধা।
  • We work remotely:
    • রিমোট কাজের মার্কেটপ্লেস হিসেবে নিঃসন্দেহে We work Remotely সেরা।
    • এরা মাসে প্রায় ০৩ মিলিয়ন ইউজার পায়। এখানে প্রচুর জব পোস্ট রয়েছে।
    • গুগল, অ্যামাজনের মতো হাই-প্রোফাইল্ড কোম্পানীগুলোও তাদের জব পোস্ট করছে।
    • এখানে আপনার প্রোফাইল তৈরি করতে হবে না।
    • আপনি যদি যদি দক্ষ হয়ে থাকেন আর ফ্রিল্যান্স পার্ট-টাইম বা ফুল-টাইম জব খুঁজেন তবে এটাই বেস্ট প্লাটফর্ম।
  • SimplyHired:
    • সিম্পলিহায়ার্ড তাদের সাইটে জব পোস্টিং করার জন্য চার্জ করেনা, যা কাজের সুযোগ সৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দেয়।
    • সিম্পলিহায়ার্ডে আপনার একটি রিজিউমি আপলোড করা, প্রোফাইলটি আপ করা অত্যন্ত সহজ।
    • এতে করে ফ্রিল্যান্সার-রা সহজেই সম্ভাব্য ক্লায়েন্টদেরকে তাদের রিজিউমি দেখাতে পারছে।
    • এদের জব সার্চ ফাংশনটি খুব হ্যান্ডি, যা আপনার চাহিদা মতো জব সার্চের বিষয়টি সহজ করে তোলে।
    • এককথায়, ফ্রিল্যান্স জবের সন্ধানকারীদের জন্য সিম্পিহায়ার্ড একটি ভালো রিসোর্স হতে পারে।
  • Dribble:
    • ডিজাইনার হিসাবে আপনি আপনার ক্যারিয়ারে যেখানেই থাকুক না কেনো, আপনার ক্রিয়েটিভ কাজের পোর্টফোলিও সহ ড্রিবিলে একটি প্রোফাইল তৈরি করা দরকার।
    • একটি হাই-প্রোফাইল ড্রিবল অ্যাকাউন্ট থাকার মাধ্যমে আপনি নিজের মার্কেটিং করার পাশাপাশি সম্ভাব্য ক্লায়েন্টদের ও তা দেখাতে পারেন।
    • ড্রিবল প্রচুর ট্র্যাফিক পায়। এখানে প্রচুর ক্লায়েন্ট মেধাবী ডিজাইনারদের প্রতিনিয়ত সন্ধান করে।
    • আপনাকে যা করতে হবে তা হলো সুন্দরভাবে আপনার বায়ো লিখা ও আপনার পোর্টফোলিওর সেরাটি প্রদর্শন করুন।
    • আপনি যদি নিজেকে প্রোফেশনাল পর্যায়ে আপগ্রেড করেন তবে আপনি একটি এক্সক্লুসিভ ফ্রিল্যান্স ডিজাইন কাজের বোর্ডে অ্যাক্সেস পাবেন।
  • Guru:
    • এটি একটি অথেন্টিক জব মার্কেটপ্লেস।
    • গুরু আপনার ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের এক্সপেরিয়েন্সেসকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে।
    • গুরুতে আপনি খুব সহজেই নিভিগেট করতে পারবেন। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হিসেবে জব খুঁজেন, তবে মার্কেটপ্লেস হিসেবে গুরু হতে পারে আপনার কাজের উৎস ।
  • LinkedIn and LinkedIn ProFinder:
    • আপনার কাজের ক্ষেত্র যাই হোক না কেন, আপনার অবস্যই আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত।
    • আপনি যে কাজ করেছেন তা কাজের উদাহরণ হিসাবে পোস্ট করতে পারেন লিঙ্কডইন এ যা হবে একটি রিজিউমি পোস্টিং চেয়েও আরো বেশি কিছু এই প্ল্যাটফর্মে আপনার স্কিলটি সার্চেবল করে রাখার পরে, আপনি আপনার প্রোফাইলে কিছু ট্র্যাফিক আনতে কাজ করতে পারেন।
    • আরেকটি স্মার্ট বৈশিষ্ট্য যা লিঙ্কডইন রোল আউট করেছে তা হলো লিংকডইন প্রোফাইন্ডার, যা জবের জন্য উপযুক্ত পারসন খুঁজতে সহায়তা করছে।
    • লিঙ্কডইন প্রোফাইন্ডার আপনাকে প্রপোজাল এবং বিড করার সুযোগ দেয়।

এতক্ষনে নিশ্চয় বুঝে গেছেন আপনি কোথায় কোথায় ফ্রিল্যান্সিং কাজ পেতে পারেন। আমি এখানে মাত্র দশটি সাইট দেখানোর চেষ্টা করেছি। এই সাইটগুলাই শেষ নয় , আরো অনেক রকমের ফ্রিল্যান্সিং সাইট রয়েছে যেগুলো থেকে ও আপনি কাজ পেতে পারেন।